Modhyobitto Trap Bangla Lyrics By Anupam Roy.
Modhyobitto Trap Bangla Lyrics By Anupam Roy.
Song : Modhyobitto Trap
Album : Adrishyo Nagordolar Trip
Music, Lyrics and Vocals : Anupam Roy
Guitar : Bodhisattwa Ghosh
Bass guitar : Kasutav Biswas
Drums : Sandipan Parial
Backing vocals : Shrestha D.
Guitar recorded by : Debojit Sengupta
Directed by : Souradeepta Chowdhury
Edit di & colourist : Souradeepta Chowdhury
Production : Eventmas
Post Production at Rockrulz Studio Pictures
Modhyobitto Trap Song Lyrics In Bengali
একটা গল্প বলছি শোনো
কোনও নতুন কিছু নয়,
ক্যাপিটালিস্ট এ সমাজে
বেঁচে থাকতে লাগে ভয়,
বেঁচে থাকতে লাগে টাকা
সেখানে বাড়ছে গ্যাপ,
তুমি এড়িয়ে চলতে শেখো
এই মধ্যবিত্ত ট্র্যাপ,
এই মধ্যবিত্ত ট্র্যাপ।
তুমি পড়াশোনা করে
একটা stable চাকরি চাও,
তাতে সপ্তাহের সাতদিনই
খেটে খেটে মরে যাও।
আর মাইনেও বাড়ে অল্প
জীবনটা লাগে drab,
তুমি এড়িয়ে চলতে শেখো
এই মধ্যবিত্ত ট্র্যাপ,
এই মধ্যবিত্ত ট্র্যাপ।
ও ভাইয়েরা বোনেরা,
ভাইয়েরা বোনেরা ..
তুমি ব্যাঙ্কে টাকা রাখলে
সেই টাকা কমে যায়,
চুপি চুপি মুদ্রাস্ফীতি
তার গাদা পেটি খায়।
তুমি লোন চাইতে গেলে
ওরা করবে দূর ছাই,
নীরব আদানি হলে
তোমায় বানাবে জামাই,
তোমায় বানাবে জামাই।
তোমার ডিগ্রি যতই থাকুক
আর মাইনেও হোক যতই,
তোমার পুঁজি তো হবে না
কোনো ব্যবসায়ীর মতো।
আর businessman এর টিক্কি
বাঁধে রাজনৈতিক নেতা,
তবে নেতার চেয়েও বড়
ধর্মগুরুদের মাথা,
ধর্মগুরুদের মাথা।
ও ভাইয়েরা বোনেরা,
ভাইয়েরা বোনেরা ..
Middle class-এর স্বপ্ন
আমরা অল্প একটু চাই,
যেন পাশের ফ্ল্যাট-এর বঙ্কার থেকে
অংকে বেশি পাই।
তোমার মূল্যবোধই আসল
হারিয়ে ফেলো না,
তোমার পিঠ দেওয়ালে ঠেকে
আর safe খেলো না,
আর safe খেলো না।
ও ভাইয়েরা বোনেরা,
ভাইয়েরা বোনেরা ..