Mon Re ( মন রে) Bangla Lyrics By Rahul Dutta.

 Mon Re ( মন রে) Bangla Lyrics By Rahul Dutta. 

Mon Re ( মন রে) Bangla Lyrics By Rahul Dutta.

Song : Mon Re

Singer : Rahul Dutta 

Composition & Music Direction : Barenya Saha

Lyrics : Somraj Das 

Arrangement : Atishay Jain

Mixing & Mastering : Suraj Nag

Director : bRohan Kumar Paul

Assistant Director : Saikat Das

Label : Zee Music Bangla

Mon Re Song Lyrics In Bengali :

লাজুক সে পলকে আমায়

বেঁধেছে মনেরই পাড়ায়,

খুশির সোহাগে ভারী ..

খুশির সোহাগে ভারী

ইচ্ছের উজান তরী,

শূন্য দুহাতে ধরি

আহ্লাদে আবদারী,

জানিনা পাবো যে কোথায়?

মন শুধু তাঁকে খুঁজে যায়,

মনের মানুষ সে কোথায়?

আলতা নুপুর সাজে

জলরঙা স্মৃতিতে,

তোমাকে পাবো কবে

এই রূপকথাতে,

মন শুধু তাকে খুঁজে যায়..

ওরে মন রে, মন রে

পাবো যে কবে তোকে?

আগল দিয়েছি বুকে, মন রে। 

দখিন বাতাস আসে

এ মন দরিয়ায়,

আঁধারের সাঁঝবাতি

জোনাকির সাহারায়। 

কাছে এসে ধরা দিলে

কোনোদিনও সে আমায়,

ভালোবাসি তোকে খুব

সে আমার না পাওয়া। 

বেবাগী, হৃদয় আঙিনায়,

উদাসী, কোনো হিমেল হাওয়ায়,

তার নরম আঙুল সুখের আদর মাখায় ..

ওরে মন রে, মন রে

পাবো যে কবে তোকে?

আগল দিয়েছি বুকে, মন রে। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *