Nirjono Jamunar Kule Bangla Lyrics By SVF Devotional.

 Nirjono Jamunar Kule Bangla Lyrics By SVF Devotional.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Nirjono Jamunar Kule গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Nirjono Jamunar Kule  গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Nirjono Jamunar Kule  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Nirjono Jamunar Kule Bangla Lyrics By SVF Devotional.

Song Name : Nirjono Jamunar Kule

Lyric And Tune : Durbin Shah

Singer : Sampa Biswas

Track produced by : Sainik Dey And Amit Sur

Mix and Master : Soumendu das

Label : SVF Devotional 


Nirjono Jamunar Kule Lyrics In Bengali 

নির্জন যমুনার কূলে

বসিয়া কদম্ব তলে,

বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

বাঁশীতে কি মধু ভরা 

আমারে করিল সারা,

আমি নারী ঘরে থাকা দায়। 

কালার বাঁশী হলো বাম 

বলে শুধু রাধা নাম,

কালার বাঁশী হলো বাম 

বলে শুধু রাধা নাম,

কুলবধুর কুলমান মজায়। 

বাঁশীর সুরে অঙ্গ জ্বলে 

ঘরের জল বাহিরে ফেলে,

পুনঃ রাধা যায় রে যমুনায়,

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই।  

নির্জন যমুনার কূলে

বসিয়া কদম্ব তলে,

বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

শোন গো ললিতে সখী 

বন্ধু ছাড়া কেমনে থাকি,

প্রাণপাখী উড়ে যেতে চায়।

আমি নারী কুলবালা 

কালার বাঁশী দিল জ্বালা,

আমি নারী কুলবালা 

কালার বাঁশী দিল জ্বালা,

অঙ্গ কালা বন্ধুর চিন্তায়। 

যদি আমার কেউ থাকো 

বন্ধু এনে প্রাণটি রাখো,

নইলে প্রাণ সঁপিব তার পায়ে,

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

নির্জন যমুনার কূলে

বসিয়া কদম্ব তলে,

বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

ভুবনমোহন সুরে 

ভাইটাল নদী উজান ধরে

জ্বলে আগুন আমার অন্তরায়। 

মনের লয় সন্ন্যাসী হইয়া 

দেখবো তারে তল্লাশিয়া,

মনের লয় সন্ন্যাসী হইয়া 

দেখবো তারে তল্লাশিয়া,

কোন বনে সে বাঁশরী বাজায়। 

নইলে কলসী বেন্ধে গলে 

ঝাঁপ দেবো যমুনায় জলে,

প্রাণ ত্যাজিব বলে দূরবীন শায়,

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

নির্জন যমুনার কূলে

বসিয়া কদম্ব তলে,

বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই,

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *