O Amar Dorodi Bangla Lyrics By Abhijit Barman (Pata) and Ujjaini Mukherjee.

 O Amar Dorodi Bangla Lyrics By Abhijit Barman (Pata) and Ujjaini Mukherjee.

O Amar Dorodi Bangla Lyrics By Abhijit Barman (Pata) and Ujjaini Mukherjee


Song Name :  O Amar Dorodi

গান :  ও আমার দরদি

Singer(s) :  Abhijit Barman (Pata) and Ujjaini Mukherjee

Tune / Music :  Joy Sarkar

Lyricist :  Jasimuddin

Music Label :  Cadbury Gaane Mishti

Release On :  2023-02-24

O Amar Dorodi Lyrics in Bengali

ও আমার দরদী আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না (২)

ভাঙ্গা নৌকায় চড়তাম না আর

দূরের পাড়ি ধরতাম না

ভাঙ্গা নৌকায় চড়তাম না আর

দূরের পাড়ি ধরতাম না

তোর নব লাগ পা নিজের বেশা

ঐ নায়ে বোঝাই করতাম না 

আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না 

ও আমার দরদী আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না 

ছিল সোনার দাড় পবনের বৈঠা

ময়ূরপঙ্খী নাও খানা

ওরে চন্দ্র সূরুজ গোলায় ভরি

ফুল ছড়াতো জোছনা

আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না 

ও আমার দরদী আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না 

শো শো শো দরিয়াতে তুলে ঢেউ

এই তুফানেতে কেউ গাঙ পাড়ি দিও না

বেসম দইরার পানি দেইখ্যা ভয়েতে প্রান বাঁচে না 

আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না 

ও আমার দরদী আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না 

লবঙ্গ লতিকার দেশে যাবার ছিল বাসনা

ওরে মাঝ দরিয়ায় নাও ডুবিল

উপায় কী তার বল না 

আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না 

ও আমার দরদী আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না 

এ কল কল ছল ছল করে জল টলমল

কল কল ছল ছল করে জল টলমল

করে জল টলমল করে জল টলমল

কল কল ছল ছল করে জল টলমল

আগে চল আগে চল নাই বল তবু চল

ওরে মাঝি তুই কেন হলি আজ বিমনা

সামনে নাচে বিজলী লয়ে সামনে নাচে রে

ও আমার দরদি

সামনে নাচে বিজলী লয়ে কন্যা সোনার বরনা

আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না 

ও আমার দরদী আগে জানলে

আগে জানলে

তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *