Oi Shono Pakhio Bolche Kotha Bangla Lyrics By Kavita Krishnamurthy.

Oi Shono Pakhio Bolche Kotha Bangla Lyrics By Kavita Krishnamurthy.

Oi Shono Pakhio Bolche Kotha Bangla Lyrics By Kavita Krishnamurthy.

Song : Oi Shono Pakhio Bolche Kotha

Movie : Chokher Aloye (1989)

Singer : Kavita Krishnamurthy & Bappi Lahiri

Lyrics : Pulak Bandhyapadhya

Music Director : Bappi Lahiri

Director : Sachin Adhikari

Label : Sony Music India

Oi Shono Pakhio Bolche Kotha Song Lyrics 

ওই শোনো, পাখিও বলছে কথা

একই কথা বলছে সে বার বার,

এই তো এসেছে দিন ভালোবাসবার

এইতো এসেছে দিন ভালোবাসবার।

ওই শোনো, পাখিও বলছে কথা

একই কথা বলছে সে বার বার,

এই তো এসেছে দিন ভালোবাসবার

এইতো এসেছে দিন ভালোবাসবার।।

রোদ-মাখা এই নির্জনে আজ

কোন আলো লাগল যে মনে আজ,

রোদ-মাখা এই নির্জনে আজ

কোন আলো লাগল যে মনে আজ,

স্বপনের উড়ো চিঠি

কে লিখেছে চোখেতে আমার।

এইতো এসেছে দিন ভালোবাসবার

এইতো এসেছে দিন ভালোবাসবার।

ওই শোনো, পাখিও বলছে কথা

একই কথা বলছে সে বার বার,

এই তো এসেছে দিন ভালোবাসবার

এই তো এসেছে দিন ভালোবাসবার।। 

যা কিছু পড়ছে চোখে

লাগছে তা ভারী সুন্দর,

তোমার পরশ ছাড়া

চাইছে না কিছু অন্তর ..

প্রেম আমি কাকে বলে বুঝিনা

ভালোবাসা কার নাম জানিনা,

ও.. প্রেম আমি কাকে বলে বুঝিনা

ভালোবাসা কার নাম জানিনা,

শুধু জানি জগতের

সব ভালো তোমার আমার।

এই তো এসেছে দিন ভালোবাসবার

এই তো এসেছে দিন ভালোবাসবার। 

ওই শোনো, পাখিও বলছে কথা

একই কথা বলছে সে বার বার,

এই তো এসেছে দিন ভালোবাসবার

এইতো এসেছে দিন ভালোবাসবার।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *