Pindare Polasher Bon Bangla Lyrics By Ankita Bhattacharya

 Pindare Polasher Bon Bangla Lyrics By Ankita Bhattacharya

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Pindare Polasher Bon ( পিন্দারে পলাশের বন) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Pindare Polasher Bon ( পিন্দারে পলাশের বন) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Pindare Polasher Bon ( পিন্দারে পলাশের বন)  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Pindare Polasher Bon Bangla Lyrics By Ankita Bhattacharya

Song: Pindare Polasher Bon – পিন্দারে পলাশের বন

Singer: Ankita Bhattacharya

Lyrics: Sunil Mahato

Tune: Kiriti Mahato

Music Recreated: Ishan Mitra

Music Label: Saregama Bengali

Pindare Polasher Bon Lyrics In Bengali

পিন্দারে পলাশের বন

পালাবো পালাবো মন

ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে

ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে

হে কাটে রে

বতরে পিরিতির ফুল ফুটে

বতরে পিরিতির ফুল ফুটে

হামার বধু রাতকানা

বাড়ির পথে আনাগোনা

আমার বধু রাতকানা

বাড়ির পথে আনাগোনা।

ভিনসায়রে উটে ধান কুটে

ভিনসায়রে উটে ধান কুটে

হে কুটে রে

বতরে পিরিতির ফুল ফুটে

বতরে পিরিতির ফুল ফুটে।

আলতা সিন্দুরে রাঙা

বিহা ছ্যাড়ে করবো সাঙা

দেখি বউ টা খাটে কিনা খাটে

হে খাটে রে

বতরে পিরিতির ফুল ফুটে

বতরে পিরিতির ফুল ফুটে।

সুনিলের বোঠে জুড়া

দেখিস বো ভৈরব খুড়া

দিসনা বো ধুলা পরের ভাতে

হায় দিসনা বো ধুলা পরের ভাতে

হে ভাতে রে

বতরে পিরিতির ফুল ফুটে

বতরে পিরিতির ফুল ফুটে।

পিন্দারে পলাশের বন

পালাবো পালাবো মন

ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে

ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে

হে কাটে রে।

বতরে পিরিতির ফুল ফুটে

বতরে পিরিতির ফুল ফুটে

বতরে পিরিতির ফুল ফুটে

হে ফুটে রে

বতরে পিরিতির ফুল ফুটে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *