Preme Poreche Mon ( প্রেমে পড়েছে মন) Bangla Lyrics By Sabina Yasmin.
Preme Poreche Mon ( প্রেমে পড়েছে মন) Bangla Lyrics By Sabina Yasmin.
Song: Preme Poreche Mon
Singer: Sabina Yasmin
Lyrics: Kabir Bakul
Music: Si Tutul
Movie: Wrong Number
Director: Motin Rahman
Label: CD PLUS
Preme Poreche Mon Song Lyrics
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে
সে জেনো আমায় ডাকে
দেখিনা কোথাও তাকে
ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে
সে জেনো আমায় ডাকে
দেখিনা কোথাও তাকে
ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে
সে আমার সাথেই চলে কখনো কথা বলে
কখনো অনুভবে মিশে আছে মনে হয়
হু ভাবে মন আবল তাবল
লাগেরে পাগল পাগল
কবে যে করবো আমি ভালোবেসে তাকে জয়
সে জেনো আমায় ডাকে
দেখিনা কোথাও তাকে
ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে
অচেনা এক মানুষ আমায় পাগল করেছ
রাতের ই ঘুম ভাঙিয়ে আমার এ মন সাঁজিয়ে
সে আমায় ছুঁয়ে ছুয়ে স্বপ্ন জেনো একেঁ যায়
হু প্রাণেতে দোলা লাগে এমন তো হয়নি আগে
আমাকে কল্পনাতে উদাস করে রেখে যায়
সে জেনো আমায় ডাকে
দেখিনা কোথাও তাকে
ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে
সে জেনো আমায় ডাকে
দেখিনা কোথাও তাকে
ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে
সে জেনো আমায় ডাকে
দেখিনা কোথাও তাকে
ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে