Tumi Arekbar Ashiya ( তুমি আরেকবার আসিয়া) Bangla Lyrics By Animes Roy.
Tumi Arekbar Ashiya ( তুমি আরেকবার আসিয়া) Bangla Lyrics By Animes Roy.
Song : Tumi Arekbar Ashiya
Lyrics : Gazi Mazharul Anwar
Music Composer : Alauddin Ali
Originaly Sung by : Rabindranath Roy
Singer : Animes Roy
Music Arrangement : Emon Saha
Directed by : Rashid Khan
Label : IPDC আমাদের গান
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Tumi Arekbar Ashiya Lyrics In Bengali
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া,
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া,
আমি মনের সুখে একবার কাঁদতে চাই।
পোড়া বুকে দারুণ খরা
চোখের পানি চোখে নাই,
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া,
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া,
আমি মনের সুখে একবার কাঁদতে চাই।
না পারিলাম বাচঁতে আমি
না পারিলাম মরতে..
না পারিলাম পীরিতের ওই
সোনার পাখি ধরতে।
আমি এ কূল থেকে ও কূল গেলাম
ঘাটে ঘাটে চোখ রাখিলাম,
আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই,
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া,
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া,
আমি মনের সুখে একবার কাঁদতে চাই।
না বাঁধিলাম ডাঙাতে ঘর
না ডুবিলাম জলে,
না পাইলাম কূল কারো মনে
না ভাসলাম অকূলে।
তোমায় নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে,
নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে,
সকল বান্ধন ছিঁড়া যখন ওই পারেতে যাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া।
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া,
আমি মনের সুখে একবার কাঁদতে চাই।
পোড়া বুকে দারুণ খরা
চোখের পানি চোখে নাই,
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া,
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া,
আমি মনের সুখে..
একবার কাঁদতে চাই।