Vabte Ghenna Lage ( ভাবতে ঘেন্না লাগে ) Bangla Lyrics By Atif Ahmed Niloy.

 Vabte Ghenna Lage ( ভাবতে ঘেন্না লাগে ) Bangla Lyrics By Atif Ahmed Niloy.

Vabte Ghenna Lage ( ভাবতে ঘেন্না লাগে ) Bangla Lyrics By Atif Ahmed Niloy.

Song : Vabte Ghenna Lage

Singer : Atif Ahmed Niloy

Starring : Atif Ahmed Niloy

Lyrics : Salman Suhag

Tune & Music : AH Turjo

DOP : Mobarok

Edit & Color : Prince Samsul

Label : Samsul Official

Vabte Ghenna Lage Bangla Lyrics 

তোরে দেখলে এখন আমার

বেশি আবাক লাগে ।

ভালোবেসে ছিলাম তোরে

ভাবতে ঘেন্না লাগে ।

খোদার তৈরি মানুষ হয়েও

স্বার্থ খুঁজিস আগে ।

আপন ভেবে ছিলাম তোরে

ভাবতে ঘেন্না লাগে ।

আমি জানতাম যদি হইবি এমন

করতাম না রে তোরে আপন ।

কেন এলি কেন গেলি

মনে প্রশ্ন জাগে ।

আপন ভাবিয়া তোরে

করে ছিলাম ভুল ।

শতবার জন্মিলেও আমি

হবে না মাশুল ।

আপন ভাবিয়া তোরে

করে ছিলাম ভুল ।

শতবার জন্মিলেও আমি

হবে না মাশুল ।

আমি জানতাম যদি হইবি এমন

করতাম না রে তোরে আপন ।

কেন এলি কেন গেলি

মনে প্রশ্ন জাগে ।

জাত কুলোমান আছেই কি আর

কি বা আমার যাবে ।

দিন আমার ঠিকই চলে যায়

ছাড়বে না তোর পাপে ।

জাত কুলোমান আছেই কি আর

কি বা আমার যাবে ।

দিন আমার ঠিকই চলে যায়

ছাড়বে না তোর পাপে ।

আমি জানতাম যদি হইবি এমন

করতাম না রে তোরে আপন ।

কেন এলি কেন গেলি

মনে প্রশ্ন জাগে ।

তোরে দেখলে এখন আমার

বেশি আবাক লাগে ।

ভালোবেসে ছিলাম তোরে

ভাবতে ঘেন্না লাগে ।

খোদার তৈরি মানুষ হয়েও

স্বার্থ খুঁজিস আগে ।

আপন ভেবে ছিলাম তোরে

ভাবতে ঘেন্না লাগে ।

আমি জানতাম যদি হইবি এমন

করতাম না রে তোরে আপন ।

কেন এলি কেন গেলি

মনে প্রশ্ন জাগে ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *