Bhalobashi Tomake Bangla Lyrics By Marcell & Porshi.

 Bhalobashi Tomake Bangla Lyrics By Marcell & Porshi.

Bhalobashi Tomake Bangla Lyrics By Marcell & Porshi

Song: Bhalobashi Tomake – ভালোবাসি তোমাকে 

Singer: Marcell & Porshi

Lyric: Mehedi Hasan Limon

Tune & Music: Marcel

Label: Central Music and Video [CMV]

Released Date: 02-03-2023

Bhalobashi Tomake Lyrics in Bengali 

কিভাবে এতো ভালবাসো, 

কেমন করে মায়ায় বাধো আমায়…

 এ ভাবে সোভাবে..

তুমি মিশে থাকো এই হৃদয় আঙ্গিনায়

তুমি কেমন জানি বুঝিনা আমি

কেনো মনে হয় তবুও তুমি সবটাই

দিবানিশি কি যেন এখন 

বাড়ীর টানে যেমন চাতক প্রানটা

তোমার মত আমার কেহ নাই, কেহ নাই

বুঝে যে আমায় পুরোটাই, পুরোটাই

তোমার মত আমার কেহ নাই, 

ভালবাসি তোমায় পুরোটাই…

ছোট ছোট বায়না গুলো ভিষন ভাল লাগে

আমার আপন বলতে তুমি সব কিছুর আগে (২)

বলতে পারি গল্প কথা, 

লিখতে পারি নিজের খাতা

কম হবে তোমার তুলনা…. (২)

তোমার মত আমার কেহ নাই, কেহ নাই

বুঝে যে আমায় পুরোটাই, পুরোটাই

তোমার মত আমার কেহ নাই, 

ভালবাসি তোমায় পুরোটাই… (২)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *