Kotobaro Bhebechinu ( কতবার ভেবেছিনু) Bangla Song Lyrics By Babul Supriyo.
Kotobaro Bhebechinu ( কতবার ভেবেছিনু) Bangla Song Lyrics By Babul Supriyo.
Song : Kotobaro Bhebechinu
Lyrics : Rabindranath Tagore
Parjaay : Prem O Prokriti-20
Taal : Ektaal
Singer : Babul Supriyo
Label : Asha Audio
Kotobaro Bhebechinu Song Lyrics
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া,
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া।।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে সখা, কত ভালোবাসি।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া।।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী।
কেহ জানিবে না, মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া,
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া।।