O Priyotoma (ও প্রিয়তমা) Bangla Lyrics By Balam And Konal.
O Priyotoma (ও প্রিয়তমা) Bangla Lyrics By Balam And Konal.
Song : O Priyotoma
Singer : Balam And Konal
Lyrics : Asif Iqbal
Music : Akassh Sen
Director : Himel Ashraf
Produced by : Arshad Adnan
O Priyotoma Song Lyrics
যত কথা রাখা ছিল এই বুকে জমা
যত কথা রাখা ছিল এই বুকে জমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।
আমার আকাশ নীলে তুমি যে নীলিমা
আমার আকাশ নীলে তুমি যে নীলিমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।
ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।।
যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে
ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,
যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে
ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,
মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা
মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।।
চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে
অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,
চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে
অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,
তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা
তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।।
যত কথা রাখা ছিল এই বুকে জমা
যত কথা রাখা ছিল এই বুকে জমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।
ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা।
ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।।