Ore Grihobasi Bangla Lyrics By Sraboni Sen.
Ore Grihobasi Bangla Lyrics By Sraboni Sen.
সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Ore Grihobasi (ওরে গৃহবাসী) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Ore Grihobasi (ওরে গৃহবাসী) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Ore Grihobasi (ওরে গৃহবাসী) গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song Name : Ore Grihobasi
গান : ওরে গৃহবাসী
Singer(s) : Sraboni Sen
Lyrics and Tune : Rabindranath Tagore
Taal : Kaharwa
Parjaay : Prakriti (197)
Upa-Parjaay : Basanta (10)
Raag : Bivas Baul
Swarabitan : 5
Ore Grihobasi Lyrics in Bengali
(ওরে গৃহবাসী
খোল দ্বার খোল
লাগলো যে দোল
স্থলে জলে বন তলে
লাগলো যে দোল
দ্বার খোল দ্বার খোল) – ২
ওরে গৃহবাসী
(রাঙা হাঁসি রাশি রাশি
অশোকে পলাশে
রাঙা নেশা মেঘে মেশা
প্রভাত আকাশে) – ২
নবীন পাতায় লাগে
রাঙা হিল্লোল
দ্বার খোল দ্বার খোল
ওরে গৃহবাসী
খোল দ্বার খোল
লাগলো যে দোল
স্থলে জলে বন তলে
লাগলো যে দোল
দ্বার খোল দ্বার খোল
ওরে গৃহবাসী
(বেণুবন মর্মরে দখিনো বাতাসে
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে) – ২
মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা
পাখায় বাজায় তার ভিখারির বীণা
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল
দ্বার খোল দ্বার খোল
ওরে গৃহবাসী
খোল দ্বার খোল
লাগলো যে দোল
স্থলে জলে বন তলে
লাগলো যে দোল
দ্বার খোল দ্বার খোল
ওরে গৃহবাসী