Sobai Chole Geche Bangla Lyrics By Priyangbada Banerjee.

 Sobai Chole Geche Bangla Lyrics By Priyangbada Banerjee.

Sobai Chole Geche Bangla Lyrics By Priyangbada Banerjee.

Song – Sobai chole geche 

Artist – Priyangbada Banerjee 

Lyrics & composition – Abhijit Bondyopadhyay 

Music producer – KD 

Recording & Mixing – Vijay Dayal (YRF Studios)

Sobai Chole Geche Lyrics in Bengali 

সবাই চলে গেছে

শুধু একটি মাধবী তুমি 

এখনোতো ঠিকই ফুটে আছ কেন?

কত আর চেয়ে চেয়ে দেখে যাবে আমায়

চোখের জলের একাকার।।

হাওয়া নেই, রাত নেই, হায়-

দিনও যে মেঘে ঢেকে গেছে,

শুধু একরাশ ব্যথা রেখে গেছে এখন, 

একটি মাধবী তুমি তোমার চোখের করুণা দিয়ে

আজ কতটুকু ভরাবে বলো?

একা একা বেশ আছি কেউ নেই

তাই, কারো তরে অজস্র চিন্তার ঢেউ নেই।

তুমিও যদি চাও আজ আমাকে ছেড়ে যেতে পার

আমি চাই যে একেলা হতে আরো

এখন একটি মাধবী তুমি তোমার অসীম করুণা দিয়ে

আর মায়াভরা বাঁধনে বেঁধো নাকো আর।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *